ব্রাহ্মণবাড়িয়ায় পাওনাদারের ছুরিকাঘাতে রুমান নামের এক যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনাদারের ছুরিকাঘাতে রুমান নামের এক যুবক নিহত হয়েছে। রাতে শহরের কাজীপাড়া দরগা মহল্লার একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে রুমান শহরের কাজীপাড়া দরগাহ মহল্লা একটি রেস্টুরেন্টে বসে চা খাওয়ার সময় ঘাতক হুসাইন অতর্কিতভাবে রুমানের উপর ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন রুমানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় ঘাতক হুসাইনকে কাজীপাড়া এলাকা থেকে আটক করেছে পুলিশ।