ব্রিকসের নিউ ডেভেলপম্যান্ট ব্যাংকে যোগ দেওয়ার চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়
- আপডেট সময় : ০৯:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৭৩০ বার পড়া হয়েছে
চীন-রাশিয়া-ইণ্ডিয়ার নেতৃত্বাধীন ব্রিকস জোটের অন্তর্গত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে চুক্তির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বাণিজ্য, রফতানি ও শিল্পনীতি তৈরিতে ন্যাশনাল ট্যারিফ পলিসি-২০২৩ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক।
বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। জানান, ব্রিকসের অন্তর্গত নিউ ডেভেলপম্যান্ট ব্যাংকের সাথে চুক্তির অনুসমর্থনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।
বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজার বাড়াতে বাণিজ্য, রফতানি ও শিল্পনীতি তৈরিতে ন্যাশনাল ট্যারিফ পলিসি-২০২৩ এর খসড়ারও অনুমোদন হয়েছে বলে জানান মন্ত্রপরিষদ সচিব।
মন্ত্রিসভার বৈঠকে এবছরের ২য় ত্রৈমাসিকে নেয়া ৬৫টি সিদ্ধান্তের মধ্যে ৩৪টি বাস্তবায়ন হয়েছে বলেও জানান মোহাম্মদ মাহবুব হোসেন।