ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ঠেকাতে সতর্ক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ
- আপডেট সময় : ০৪:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
ভারতের ত্রিপুরায় ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এ ব্যাপারে সতর্ক অবস্থায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ।
আখাউড়া-আগরতলা চেকপোস্টে যাত্রী পারাপার বন্ধ থাকলেও দু’দেশের আটকে পরা যাত্রীদের পারাপার অব্যাহত রয়েছে। এর ফলে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ও ব্ল্যাক ফাঙ্গাস ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ জানান, ভারতজুড়ে ব্ল্যাক ফাঙ্গাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ভারত থেকে বিশেষ ব্যবস্থায় যেসব বাংলাদেশি নাগরিক ফিরেছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত কেউ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত শনাক্ত হয়নি। তবে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দু’জন নেগেটিভ হয়ে সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্তরা সবাই আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে যারা আক্রান্ত আছেন, তাদের শরীরে ভারতীয় ব্ল্যাক ফাঙ্গাস আছে কি-না তা পরীক্ষা করতে ল্যাবে পাঠানো হয়েছে।