বড় হারে যুব বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বড় হারে যুব বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগার যুবারা।
সেন্ট কিটসে টস জিতে ব্যাট করতে নেমে ইংলিশ পেসারদের তোপের মুখে পড়ে যুব টাইগাররা। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৯৭ রানে অলআউট হয় রাকিবুল হাসানের দল। বাংলাদেশ ৪ ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। ৫১ রানে নবম উইকেট পড়ার পড় ৪৬ রানের জুটি গড়েন নাইমুর ও রিপন মন্ডল। রিপন মন্ডল করেন ৩৩ রান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত তিন উইকেট হারালেও বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে ইংল্যান্ড। চতুর্থ উইকেটে জ্যাকর বেথেল ও জেমস রিউ ৬৫ রানের জুটি করলে সহজেই জয়ের দেখা পায় ইংলিশরা। ২০ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডার মুখোমুখি হবে বাংলাদেশ।