বড়দিনকে সামনে রেখে পাবনায় বিরাজ করছে উৎসব আমেজ
- আপডেট সময় : ১১:০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বড়দিনকে সামনে রেখে পাবনায় খ্রীস্টান সম্প্রদায়দের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ। প্রস্তুতি নিয়ে চলছে শেষ মূহূর্তের ব্যস্ততা। এদিকে, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে বড়দিন উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
বড়দিনকে ঘিরে পাবনার খ্রীস্টান পল্লী ও সম্প্রদায়ের বাড়ি বাড়ি এখন উৎসব আমেজ । বর্নিল সাজে সাজানো হয়েছে গির্জাগুলো। বাড়িঘর আলোকসজ্জা, গোশালা তৈরী, ক্রিস্টমাস ট্রি সাজানোসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন সবাই। যিশুর আগমন বার্তা সবাইকে জানান দিতে বাড়িতে বাড়িতে চলছে নগরকীর্তন।
সমাজে সমাজে, মানুষে মানুষে শান্তি স্থাপনের বারতা নিয়ে এবারের বড়দিন উদযাপন করা হবে বলে জানান পাবনা ব্যাপ্টিষ্ট চার্চের এই পাষ্টর।
আর শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানালেন পুলিশ সুপার।
যীশু খ্রীস্টের জন্মতিথি সবার মাঝে হানাহানি আর বৈষম্য দূর করবে এমনটাই প্রত্যাশা খ্রীষ্টবিশ্বাসীদের।