ভবানীপুর বিধানসভা উপ-নির্বাচনে অবশেষে জিতলেন মমতা ব্যানার্জি
- আপডেট সময় : ০৯:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মমতা জিতবেন এমনটা আগেই নিশ্চিত ছিল। কিন্তু কত ব্যবধানে জিতবেন- তা নিয়ে ছিল জল্পনা। ভবানীপুর বিধানসভা উপ-নির্বাচনে অবশেষে ৫৮ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে জিতলেন মমতা ব্যানার্জি। এ নিয়ে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন মমতা।
গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গণনা এগুনোর সাথে সাথে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভোটের ব্যবধানে পেছাতে থাকেন। ২০ রাউন্ডে মমতার জয়ের ব্যবধান ৫৬ হাজার ৫৮৮। এই রাউন্ডে মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। প্রিয়াঙ্কা পেয়েছেন ২৫ হাজার ৪৮০ ভোট। এ আসনের উপ-নির্বাচনে মমতা ব্যানার্জির জয় নিয়ে কোনো সংশয় ছিল না তৃণমূল শিবিরের। সব সমীকরণ ছিল শুধু ব্যবধানের অংক নিয়ে।
ফলাফল ঘোষণার পর মমতা বলেন, কোনো ওয়ার্ডে তিনি হারেননি। সকল ধর্মের মানুষ তাকে ভোট দিয়েছেন। ভবানীপুরের মানুষ গোটা দেশকে দেখিয়ে দিলো বাংলা কাকে চায়।