ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় চুক্তি করতে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়
- আপডেট সময় : ০২:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
মহামারি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় একটি চুক্তি করতে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। করোনার সংক্রমণ থেকে পুরোপুরি বেরিয়ে আসতে অনেক সময় লাগবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবীরা। জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে চুক্তিতে সম্মতি দিয়েছে ২৩টি দেশের রাষ্ট্রপ্রধান। এরই মধ্যে প্রস্তাবিত চুক্তিটি অনুমোদন দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গার্বিয়াসুস। এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর স্বাস্থ্যসেবীরা নতুন করে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছেন।গত সাত দিনে যুক্তরাষ্ট্রে গড়ে ৬৫ হাজার লোককে নতুন করে সংক্রমিত হতে দেখা গেছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-সিডিসি’র তথ্য অনুযায়ী, গত ৭ দিনের গড় সংক্রমণ আগের ৭ দিনের চেয়ে ১০ হাজার বেশি। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে লাখ লাখ লোককে টিকা দেয়া হয়েছে। তারপরও নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, মিশিগানসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে গত ৭দিনে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী।