ভয়াবহ বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার একর ফসলি জমি
- আপডেট সময় : ০৫:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
ভয়াবহ বন্যায় বান্দরবনে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার একর ফসলি জমি। কলা পেঁপে বেগুন বরবটি ও বীজধানসহ নষ্ট হয়ে গেছে কয়েক কোটি টাকার ফলজ ও সবজি বাগান। ফসল হারিয়ে পরিবারের ভরণ-পোষণ চালানো ও ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বেশিরভাগ কৃষক।
বান্দরবনে বন্যা পরিস্থিতির উন্নতির সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। সদর উপজেলার সুয়ালক, রেইচা, গোয়ালিয়াখোলা, বালাঘাটা, কালাঘাটা, কুহালং, বাকীছড়াসহ জেলার বিভিন্ন উপজেলায় নষ্ট হয়েছে প্রায় পৌণে ৩ হাজার হেক্টরের ফলের বাগান। এছাড়াও ক্ষতি হয়েছে প্রায় আড়াই হাজার হেক্টর জমির বেগুন, শশা, কাকরল, বরবটিসহ বিভিন্ন সবজি।
আউশ আমন রোপা আমনসহ নষ্ট হয়েছে ৪ হাজার ৭৫৭ হেক্টর জমির বীজ ধান। দুর্গম পাহাড়ী ও প্রত্যন্ত এলাকার বেশির ভাগ মানুষ সরকারী বেসরকারী ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। বিক্রয় যোগ্য ফল ও ফসল হারিয়ে দু:শ্চিন্তায় পড়েছে কৃষকরা।
ক্ষতি পোষাতে কৃষকদের বিনা মূল্যে বীজ, সার ও প্রনোদনার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা
কৃষি বিভাগের তথ্যে, বন্যা ও পাহাড় ধ্বসে ৯ হাজার ৮শ ৫৫ হেক্টর জায়গার ফসলি জমির ক্ষতি হয়েছে।