প্রতিনিয়ত ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি
- আপডেট সময় : ০৪:২৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ১৬৬১ বার পড়া হয়েছে
প্রতিনিয়ত ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়, মৃতের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত গেল এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১২ জন।
জানা গেছে, প্রাণহানির সবগুলোই হয়েছে রাজধানীতে। এ সময় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২ হাজার ৭১১ জন। চলতি মাসের প্রথম দুই দিনেই প্রাণ গেছে ২২ জনের। দিনের শুরুতে রাজধানীর দুই হাসপাতালে ডেঙ্গুতে প্রাণ হারান ৪ জন। সরকারি প্রায় সব হাসপাতালে গড়ে রোগী ভর্তি ৩০০ জনের বেশি। মাসের প্রথম ২ দিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয় ৫ হাজার ২৯৫ জন। ২৪ ঘণ্টায় ডিএনসিসি হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭২ জন। সব মিলিয়ে সে হাসপাতালে এখন ২৬২ রোগীর চিকিৎসা চলছে। এদিকে..মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগী এখন ৪৯৬। যাদের ৮৮ জন শিশু। গেল একদিনে এই হাসপাতালে নতুন ১৫১ রোগী ভর্তি হয়েছেন।