ভরা মৌসুমেও বৃষ্টির অভাবে কুড়িগ্রামে ব্যহত আমন আবাদ

- আপডেট সময় : ০৫:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ভরা মৌসুমেও প্রয়োজনীয় বৃষ্টি না হওয়ায় কুড়িগ্রামে আমন আবাদে দেরি হচ্ছে। বাড়তি খরচে সেচ দিয়ে জমিতে চারা লাগানো শুরু করেছে কেউ কেউ। তবে, এখনও পতিত রয়েছে বেশিরভাগ জমি। এদিকে, বৃষ্টির অপেক্ষায় না থেকে সম্পূরক সেচের মাধ্যমে নির্দিষ্ট সময়ে আবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
আষাঢ় পেরিয়ে শ্রাবনও প্রায় শেষ। তবুও বৃষ্টির দেখা নেই। এ অবস্থায় আমন আবাদ নিয়ে মহা দু:শ্চিন্তায় পড়েছে কুড়িগ্রামের কৃষক। কেউ কেউ বৃষ্টির আশা ছেড়ে দিয়ে বিকল্প সেচে আমন লাগানো শুরু করেছে। তবে, বাড়তি খরচ যোগাতে না পেরে বৃষ্টির অপেক্ষায় রয়েছে বেশিরভাগ কৃষক। গত বছরের চেয়ে বেশি জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও, অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয়।
প্রকৃতির বিরুপ আচরনের মাঝে আমন আবাদ শুরু করলেও, শেষ সময়ে বন্যার আশংকা করছে কৃষক।
এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ২০ হাজার হেক্টর জমি। প্রতিকূল আবহাওয়ার মাঝেও লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে কৃষি বিভাগ।
আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে আশা করে কৃষক।