ভর্তি পরীক্ষায় আর প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের আর কোন সুযোগ নেই। ইতিমধ্যে এমবিবিএস পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের দায়ে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, দ্রুত সময়ের মধ্যে এমবিবিএস পরীক্ষার ফলাফল দেয়া হবে বলে জানান মন্ত্রী।
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে একযোগে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার্থীরা বলেন, করোনার কারণে পরীক্ষা কিছুটা দেরিতে শুরু হলেও সার্বিক ব্যবস্থাপনা ভালো ছিল।
এদিকে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সুষ্ঠু পরীক্ষা নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি।
মন্ত্রী আরো বলেন, ভুয়া প্রশ্নপত্র ফাঁসের দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এবার মেডিকেলে ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন।