ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আ’লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জন গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ময়মনসিংহে নির্বাচিত ইউপি সদস্যের বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সপ্তম ধাপের ইউপি নির্বাচনের দিন সন্ধ্যা ও পরের দিন সকালে হামলার ঘটনা ঘটে। পরাজিত সদস্য প্রার্থী ফখরুল ইসলাম ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের সমর্থকরা বিজয়ী সদস্য আবুল বাশার ও তার স্বজনদের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় আবুল বাশার বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৯০ জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করে।