ভাঙনের শঙ্কায় জামালপুরের নদী তীরবর্তী বাসিন্দারা
- আপডেট সময় : ০৯:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
যমুনার পানি বাড়ায় নতুন করে ভাঙনের শঙ্কায় পড়েছেন জামালপুরের নদী তীরবর্তী বাসিন্দারা।
জামালপুরের ইসলামপুরে নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের বাঁধের কুলকান্দি হার্ড পয়েন্টে ৩০ মিটার ধসে গেছে। বুধবার বিকেল থেকে হুমকির মুখে পড়েছে কুলকান্দি বাজার, ফসলি জমি, বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। ধস ঠেকাতে আজ সকাল থেকে জিওব্যাগ ডাম্পিং শুরু করেছে জামালপুর পানি উন্নয়ন বোর্ড।
এদিকে, ভারতের আসাম ও মেঘালয়ে বন্যার প্রভাবে পানি বাড়ছে দেশের সব নদনদীতে। পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পন্টুন। পাড়ে আটকে রয়েছে অন্তত ৩ শতাধিক যানবাহন। দুর্ভোগ বেড়েছে যাত্রীদের।
বিআইডব্লিউটিসি জানিয়েছেন, যমুনার পানি বেড়ে ডুবে গেছে ওই নৌরুটের ৫ ঘাট। চার নম্বর ঘাট উঁচু করার ফলে সেই ঘাট দিয়েই বাস-ট্রাকসহ নানা যানবাহন নিয়ে চলছে ফেরি। অন্য দুটি ঘাটের সংস্কার কাজ চলছে। ১৯টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে। উথুলি সংযোগ মোড় ও পাটুরিয়া টার্মিনাল পর্যন্ত ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক, শতাধিক যাত্রীবাহী বাস ও ২ শতাধিক ব্যক্তিগত যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।