ভারত থেকে করোনার অবশিষ্ট টিকা আনার বিষয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট নয় : জিএম কাদের
- আপডেট সময় : ০৭:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ভারত থেকে করোনার অবশিষ্ট টিকা আনার বিষয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এদিকে, সামান্য কয়েকটি যন্ত্র হলে করোনার চিকিৎসা বাসা-বাড়ীতেই করা সম্ভব বলে জানিয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি জানান, গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ঢাকায় করোনা রোগীদের সেবায় ভ্রাম্যমান চিকিৎসক টিম গঠন করা হয়েছে।
করোনার এই পরিস্থিতিতে প্রথম ডোজ দেয়া বন্ধ করে দেয়া, হাসপাতাল অব্যবস্থাপনার নানা ইস্যুতে বৃহস্পতিবার গণমাধ্যমে ভিডিও বার্তা পাঠান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
টিকা সংগ্রহের বিষয়ে সরকারের নেয়া পদক্ষেপের কড়া সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা।
এদিকে, গণস্বাস্থ্য নগর হাসপাতালে— ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবার উদ্বোধন করেন ডা. জাফরুল্লা চৌধুরী। বলেন, বাড়ীতে বসে করোনার প্রাথমিক সেবা দিতে থার্মোমিটার, পালস অক্সিমিটার ও ব্লাড প্রেসার পরিমাপের যন্ত্র থাকাই যথেষ্ট।
অল্প খরচে বাসায় থেকে করোনার প্রাথমিক চিকিৎসা নিতে সম্মিলিত উদ্যোগ না নিলে পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন হবে বলেও মনে করেন তিনি।