ভারত থেকে ফেরা বাংলাদেশী যাত্রীদের নেগেটিভ রিপোর্ট না থাকলে যেতে হবে কোয়ারেন্টাইনে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে যেসব পাসপোর্টধারী বাংলাদেশী দেশে প্রবেশ করবে তাদের সাথে করোনা পরীক্ষার নির্ভরযোগ্য রিপোর্ট না থাকলে ১৪ দিনের জন্য নিজ অর্থে নির্ধারিত ১২টি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সকালে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর যাত্রীদের আর.টি.পি.সি.আর রিপোর্ট নেগেটিভ থাকলে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। আর ভারত থেকে যেসব করোনা আক্রান্ত যাত্রী বাংলাদেশে প্রবেশ করবে তাদের যশোর সদর হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন রাখা হবে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ১২টি আবাসিক হোটেল ও বেনাপোল পৌর কমিউনিটি সেন্টার নির্ধারণ করেছে শার্শা উপজেলা প্রসাশন।