ভারত রাজনৈতিকভাবে বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে : মঈন খান
- আপডেট সময় : ০৭:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ১৬৫১ বার পড়া হয়েছে
ভারত রাজনৈতিকভাবে বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। বিএনপি আন্দোলন করছে জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। দলটির আরেক নেতা জয়নুল আবেদীন ফারুক দাবি করেন, দেশে গ্যাস ও জ্বালানি সংকটের পেছনে ক্ষমতাসীনদের দুর্নীতি দায়ী।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
সভায় বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুক বলেন, জোর করে অবৈধ নির্বাচন করে সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। গণতান্ত্রিক বিশ্ব বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান– বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদানের কথা স্মরণ করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের মনোভাব বদলে যাওয়ার কারণ দিল্লীর খতিয়ে দেখা উচিত।
তিনি আরো বলেন, বিএনপি কখনো প্রতিহিংসা বা সংঘাতের রাজনীতি করে না। বিএনপি ক্ষমতায় যাবার আন্দোলন করছে না জানিয়ে তিনি বলেন, এদেশের জনগণের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্রের পুণঃপ্রতিষ্ঠা চায় দলটি।
জনগণের প্রত্যাখ্যাত বাকশাল আবার কায়েম করার প্রতিবাদে জনগণ রাস্তায় নেমে এসেছে। গণতন্ত্র না ফেরা পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চলিয়ে যাওয়ার ঘোষণা দেন ড. আব্দুল মঈন খান।