ভারত সরকারের দেয়া পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য
- আপডেট সময় : ১২:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ভারত সরকারের দেয়া পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছেন পশ্চিম বঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং কিংবদন্তি বাঙালী গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়। অসম্মানজনকভাবে প্রস্তাব করায় অত্যন্ত অসম্মানিত বোধ করেই এই সম্মাননা ফিরিয়ে দেন তারা।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিনিধি ফোনে জানান, বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ পাচ্ছেন। তার পরেই ফোন কেটে যায়। রাতে বুদ্ধদেবের নাম পদ্মসম্মানের জন্য ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তখনো বিষয়টি জানতেন না। পরে বুদ্ধদেব ভট্টাচার্য এক বিবৃতিতে জানান, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে তিনি কিছুই জানেন না। তাকে পদ্মভূষণ পুরস্কার দেয়ার ঘোষণা করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এছাড়াও গতকাল কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে ফোনে যোগাযোগ করে জানায়, কাল তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। তিনি নেবেন কিনা এ প্রশ্নে অসম্মানিত বোধ করে সন্ধ্যা মুখোপাধ্যায় বলেন, এই সন্মাননা তিনি চাননা। তার শ্রোতারাই তার পুরস্কার। এর আগে ১৯৮৭ সালে ভারতের আরেক কিংবদন্তি বাঙালি সংগীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে পদ্মশ্রী প্রদানের অসম্মানজনক প্রস্তাবে পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছিলেন ।