ভারতীয় ফুটবল ফেডারেশনের করা আবেদনের শুনানি স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সংকট নিরসনে ভারতীয় ফুটবল ফেডারেশনের করা আবেদনের শুনানি স্থগিত করে নতুন দিন ঠিক করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফুটবল দুনিয়া থেকে ভারতকে নিষিদ্ধ করেছে ফিফা। সংকট সমাধানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। ভারতীয় ফুটবল ফেডারেশন বিষয়টি দ্রুত সমাধানের আবেদন করে। কিন্তু সুপ্রিম কোর্ট শুনানি স্থগিত করে পরবর্তী দিন ঠিক করে ২২ আগস্ট। এদিকে, সাফ ফুটবলের নির্বাহী কমিটির অনলাইন সভায় সিদ্ধান্ত হয়েছে, সাফ নারী চ্যাম্পিয়নশীপ ও অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশীপের সূচি আপাতত অপরিবর্তিত থাকবে। ভারতের জন্য আগামী এক সপ্তাহ অপেক্ষার সিদ্ধান্ত হয়েছে সভায়। আগামী মঙ্গলবার পর্যন্ত ফিফার আপডেট দেখেই, এই দুই টুর্নামেন্টে ভারত খেলতে পারবে কি না সিদ্ধান্ত নেয়া হবে ?