ভারতীয় ভ্যারিয়েন্ট বাড়ায় কঠোর অবস্থানে বিজিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বৃদ্ধি পাওয়ায় অবৈধ প্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা কঠোরভাবে কাজ করছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম।
সীমান্ত এলাকাগুলোয় যাদের ধরা হচ্ছে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। সকালে ঢাকার গুলশানে সীমান্ত ব্যাংকের ১৯তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, মিয়ানমার সীমান্ত দিয়ে এখনো অবৈধভাবে রোহিঙ্গারা আসার চেষ্টা করছে। যারা ধরা পড়ছে তাদের ফিরিয়ে দিচ্ছে বিজিবি। বিজিবি মহাপরিচালক বলেন, নারী ও শিশু পাচার এবং মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি রয়েছে।