ভারতে আটকে থাকা বাংলাদেশিরা দেশে ফিরে থাকছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে
- আপডেট সময় : ০৫:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ভারতে আটকে থাকা বাংলাদেশিরা বিশেষ ব্যবস্থায় দেশে ফেরার সুযোগ পেলেও, তাদেরকে থাকতে হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহ মাদ্রাসার এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে তারা পাচ্ছেন প্রয়োজনীয় সব সুযোগ সুবিধার পাশাপাশি সামরিক হাসপাতালের সমমানের চিকিৎসা ব্যবস্থা।
করোনার কারণে সারাদেশে অঘোষিত লকডাউনের পরও বিশেষ ব্যবস্থায় ভারতে আটকে পড়া বাংলাদেশীরা ফেরার সুযোগ পান। তবে তাদেরকে বাধ্যতামূলক থাকতে হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে শুরুতে রাখা হলেও নানা অভিযোগের কারণে সবাইকে ঝিকরগাছার গাজীর দরগাহ মাদ্রাসায় নেয়া হয়। আর সেটি পরিচালনার ভার দেয়া হয় সেনাবাহিনীকে।
৯ এপ্রিল থেকে কোয়ারেন্টিনের দায়িত্ব নেয়ার পর সেনা বাহিনীর তত্ত্বাবধানেই চলছে এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এবং তাদেরকে নিশ্চিত করা হচ্ছে প্রয়োজনীয় সর্বোচ্চ সুযোগ সুবিধা।
কোয়ারেন্টিনে সবাই পাচ্ছেন সামরিক হাসপাতালের সমমানের সব সুযোগ-সুবিধা। স্বজনদের সাথে যোগাযোগের জন্যেও দেয়া হচ্ছে ওয়াইফাইসহ মোবাইল সুবিধাও।
সেনা বাহিনীর মেডিকেল ইউনিট সার্বক্ষনিকভাবে পাসপোর্টধারী এসব যাত্রীর স্বাস্ব্যসেবা দিচ্ছেন।
৬ এপ্রিল থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে আসা ৫ শতাধিক বাংলাদেশী পাসপোর্টযাত্রী ভারত থেকে দেশে ফিরেছেন। তাদের মধ্যে গাজীর দরগাহ্ মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন আড়াইশ’ জন।