ভারতে করোনা হাসপাতালে আগুন লেগে ৪জন নিহত
- আপডেট সময় : ১২:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি করোনা হাসপাতালে আগুন লেগে ৪জন নিহত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২জন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাত থেকে ছয়টি শহরে রাত্রীকালীন কারফিউ জারি হয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ভারত বায়োটেকের টিকায় রক্ত জমাট বাঁধছে কিনা তা খতিয়ে দেখছে দেশটি।
শুক্রবার নাগপুর ওয়েল ট্রিট হাসপাতালে আইসিইউ বিভাগে আগুন লাগলে ২৭ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানাস্তর করা হয়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনায় দু:খ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্চেও ভারতের মুম্বাইয়ে একটি করোনা হাসপাতালে আগুন লেগে ১০জন মারা যায়। এদিকে, ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেঙ্গালুরুসহ ৬টি শহরে আজ থেকে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ভারত বায়োটেকের বানানো করোনা টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্ত জমাট বাঁধছে কিনা তা খতিয়ে দেখবে ভারত। এজন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি সরকারি প্যানেল গঠন করা হয়েছে। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩২ লাখ ২ হাজার ৭৮৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬৮ হাজার ৪৬৭ জনের।