ভারতে কোনভাবেই ঠেকানো যাচ্ছে না করোনার সংক্রমণ

- আপডেট সময় : ০২:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ভারতে কোনভাবেই ঠেকানো যাচ্ছে না করোনার সংক্রমণ। দেশটিতে লকডাউন চলমান থাকলেও তা কতটুকু কার্যকর হচ্ছে সে বিষয়ে অনেকেই কথা তুলছেন। এদিকে স্বস্তির খবর বলো দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে সুস্থতার হার বাড়ছে। শনিবার ভারত একদিনে সুস্থতার রেকর্ড গড়েছে।
সে হিসাবে গত ২৪ ঘণ্টায় সুস্থতার হারও যথেষ্ট আশা জাগিয়েছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে প্রায় ৯৫ হাজার মানুষ। এবং করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৯২ হাজার মানুষ। সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৬০৫ জন। যা গতকালের থেকে হাজার খানেক কম। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৬২০ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১১৩ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ হাজার ৭৫২ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৬১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৩ হাজার ৪৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১০ লাখ ১০ হাজার ৮২৪ জন। উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৯ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৬১ হাজার।