ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে
- আপডেট সময় : ০৭:০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। শুক্রবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত মোট আক্রান্ত ৪ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত সপ্তাহে আক্রান্ত ১৫ হাজারের মধ্যে থাকলেও গত দুই তিন ধরে ১৬ হাজার রয়েছে। ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৯৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। দেশে একদিনে এত জনের সংক্রমণ এর আগে হয়নি। মোট আক্রান্ত ৪ লাখ ৯০ হাজার ৪০১ জন। আগের দিন একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ৯২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুতে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। তিন রাজ্যে মোট শনাক্তের ৬০ শতাংশ। একদিনে প্রায় ১৪ হাজার মানুষ সুস্থ হয়েছেন, মোট ২ লাখ ৮৫ হাজার ৬৩৭ জন। একদিনে ৪০৭ জনের মৃত্যুতে মোট হিসাব ১৫ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত করোনায় মোট ১৫ হাজার ৩০১ জন মারা গেছেন।