জম্মু-কাশ্মীরে গ্রেনেড হামলায় এক ব্যক্তি নিহত, আহত ২০ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ভারতে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে অজ্ঞাতদের গ্রেনেড হামলায় এক বেসামরিক ব্যক্তি নিহত ও এক পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। গতকাল নিরাপত্তা বাহিনীর একটি দলকে লক্ষ্য করে এ গ্রেনেড হামলা চালানো হয়।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহত সবাইকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন নারীর অবস্থা আশঙ্কাজনক। এর আগে ফেব্রুয়ারিতে অজ্ঞাতরা শ্রীনগরের খাজা বাজার এলাকায় পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করেছিল। ওই হামলায় কর্তব্যরত এক পুলিশ সদস্য আহত হয়। তিন দশকের বেশি সময় ধরে স্বাধীনতার দাবিতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা ভারতীয় সেনাদের সঙ্গে লড়াই করে আসছে। সেনাবাহিনী প্রায়ই বিচ্ছিন্নতাবাদীদের দমনে ওই অঞ্চলে অভিযান চালায়।