ভারতে ফের কোভিড হাসপাতালে আগুন, মারা গেছে অন্তত চার জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি কোভিড-১৯ হাসপাতালে আগুন লেগে মারা গেছে অন্তত চার জন। শনিবার রায়পুরের রাজধানী হসপিটালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে থাকা অন্যান্য রোগীদের বের করে আনে ফায়ার সার্ভিস।
স্থানীয় পুলিশের সুপারিনটেন্ডেন্ট বলেন, ওই দুর্ঘটনায় চারজনের মধ্যে একজন দগ্ধ হয়ে এবং বাকীরা শ্বাসকষ্টে মারা গেছেন। একটি ফ্যানের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে পরে তা অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় কেন অগ্নি নির্বাপক ব্যবহার করা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে । পুলিশ জানায়, এ ঘটনায় হাসপাতাল মালিকের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগে মামলা করা হবে।হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ ভারতীয় রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।