ভারতে হিজাব নিয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকায় হিজাব নিয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে মুসলিম নারীদের বিক্ষোভে লাঠিপেটা করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে,বোরকা পরা নারীদের পুলিশ পেটাচ্ছে। পুলিশ বলছে, এ ভিডিও নিয়ে তদন্ত করবে তারা।
গত রোববার এ ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সাধারণ অভিযোগ করেছে। তারা জানায়, গাজিয়াবাদের সানি বাজার রোডে অনুমতি ছাড়া ১৫ মুসলিম নারী সরকারবিরোধী বিক্ষোভের জন্য জড়ো হয়। পুলিশের একটি দল সেখানে পৌঁছালে নারীরা স্লোগান দিতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আরও দেখা গেছে, পুলিশ বোরকা পরা নারী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করছে। লাঠি হাতে পেটাতে যাওয়ার সময় এক পুলিশকে থামানোর চেষ্টা করতে দেখা গেছে বোরকা পরা এক নারীকে।