ভারতের একাধিক রাজ্যে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৫ জনের প্রাণহানি
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ভারতের একাধিক রাজ্যে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে।
শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। এতে ভূমিধস আর বন্যায় হিমাচল প্রদেশে এক পরিবারের ৮ জনসহ অন্তত ২২ জন প্রাণ হারিয়েছে। মান্দিতে নিখোঁজ ৬ জনও মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ডে ভারি বৃষ্টিপাতের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে এবং ১০ জন নিখোঁজ রয়েছে। সেখানকার বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। একাধিক সেতু ভেসে গেছে। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। রাজ্য সরকার এরই মধ্যে ময়ুরভাঞ্জ, কেন্দ্রপারা, বালাসোরসহ একাধিক জেলায় উদ্ধার ও ত্রাণ সরবরাহ দল মোতায়েন করেছে। রামগড় জেলায় ফুঁসে ওঠা নালকারি নদীতে ডুবে মৃত্যু হয়েছে আরও দু’জনের।