ভারতের একাধিক সংসদ সদস্য ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত : সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫১৯ বার পড়া হয়েছে
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুন সংসদের এক বিতর্কে বলেছেন, নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে ভারত গঠিত হলেও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দেশটির একাধিক সংসদ সদস্যদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার মতো মারাত্মক অভিযোগ রয়েছে।
তিনি বলেন, নেহেরুর ভারতে অনেকেই রাজনীতিতে যোগ দিয়ে নিজেদের বাঁচিয়েছেন। তার এই বক্তব্যে ভারত জুড় শুরু হয়েছে তোলপাড়। তীব্র নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সিঙ্গাপুর হাইকমিশনারকে তলব করে বক্তব্যের ব্যাপারে আপত্তি জানিয়েছে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, সিঙ্গাপুরের সংসদে ‘কীভাবে গণতন্ত্র বজায় রাখা উচিত’ শীর্ষক বিতর্কে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী লি সিয়েন লুন এসব কথা বলেন। ওই বক্তব্যে সংসদ সদস্যদের সমালোচনা করা হলেও জওহর লাল নেহরুর প্রশংসা করেন তিনি। বলেন, নেহরু ছিলেন এক সাহসী নেতা। লি সিয়েন আরও বলেন, ‘বেশির ভাগ দেশ প্রথম দিকে উচ্চ আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতেই প্রতিষ্ঠিত হয়। কিন্তু ধীরে ধীরে তার রাজনীতির পরিবর্তন হয়। ভারতের ক্ষেত্রেও তাই ঘটেছে।