ভারতের ছেড়ে দেয়া পানিতে মানবিক বিপর্যয় ঘটেছে ফেনীতে
- আপডেট সময় : ১২:৩২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ১৬২১ বার পড়া হয়েছে
ভারতের ছেড়ে দেয়া পানিতে মানবিক বিপর্যয় ঘটেছে ফেনীতে। পানিবন্দী লাখো পরিবারের ভাগ্যে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ। জুটছে না একগ্লাস বিশুদ্ধ পানি কিংবা জীবন বাঁচানোর জন্য দু’মুঠো খাবার। বিদ্যুৎ ও মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যার্ত মানুষ। অমিত দাশের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন।
গোটা ফেনীর চিত্র এখন এমন। মাটির দেখা নেই কোথাও। একতলা বাড়ির পুরোটা ডুবেছে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে। নিচু এলাকার দেড়তলা বাড়ি পর্যন্ত নিমজ্জিত পানিতে। ছাদে কিংবা টিনের চালে আশ্রয় নিয়েছে স্থানীয়রা। বসতভিটা বানের পানিতে ভেসে যাওয়ায় অনেকেই ঠাঁই নিয়েছেন প্রতিবেশিদের বাসা-বাড়িতে। পানিবন্দি লাখো মানুষ এমন অবর্ননীয় দুর্ভোগ পোহাচ্ছেন গেল ৫ দিন ধরে।
চোখে লজ্জা, পেটে ক্ষুধা; ঘরে অভুক্ত সন্তান। তাই আঁচলে মুখ লুকিয়ে ত্রাণবাহী বোটের কাছে এসেছেন অনেকে। কেউ চাতক পাখির মতো চেয়ে আছেন দুই তলা তিন তলা ভবনের জানালা দিয়ে। ত্রাণ না হলেও এক বোতল খাবার পানির জন্য আকুতি জানাচ্ছেন পানিবন্দি মানুষ।
দুর্গম এমন অনেক এলাকা আছে, যেখানে একমুঠো ত্রাণও পৌঁছেনি গত ৫ দিনে। সেনা ও নৌবাহিনী উদ্ধার অভিযান চালালেও দেখা নেই জেলা ও উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের। তবে সত:স্ফুর্ত ভাবে ত্রাণ বিতরণ ও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তবে দিক নির্দেশনা ও সমাজপতিদের হোযোগিতায় সেখানেও হচ্ছে বিশৃঙ্খলা। জেলা প্রশাসনের হিসেবে কমবেশি সব উপজেলাই বানের পানিতে নিমজ্জিত। সঠিক হিসেব না থাকলেও পানিবন্দি কয়েক লাখ মানুষ। মৃত্যুও হয়েছে কয়েকজনের।