ভারতের জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত চারজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ভারতের জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে চারজন। তাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও তিনজন অস্ত্রধারী।
শনিবার রাতে শ্রীনগরে উভপক্ষের বন্দুকযুদ্ধে এ হতাহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং। এর আগে, গত শুক্র ও শনিবার কাশ্মীরের স্বাধীনতার পক্ষের সাতজন ও এক সেনা সদস্য নিহত হয়। এর পরদিনই এ বন্দুকযুদ্ধে বাকীরা নিহত হন। নিহতদের মধ্যে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের একজন জেলা পর্যায়ের নেতাও রয়েছেন।
সম্প্রতি কাশ্মীরের স্বাধীনতাকামীদের সঙ্গে সেখানকার নিরাপত্তা সদস্যদের সংঘর্ষ বেড়ে গেছে। এতে বেসামরিক নাগরিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাণ হারাচ্ছেন।