ভারতের তেলেঙ্গানা রাজ্যে কাঠের গোডাউনে আগুন লেগে মারা গেছে ১১জন শ্রমিক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ভারতের হায়দ্রাবাদে, তেলেঙ্গানা রাজ্যে কাঠের গোডাউনে আগুন লেগে মারা গেছে ১১জন শ্রমিক। অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয় তাদের।
আগুন নিয়ন্ত্রণে আনতে ৩ ঘন্টা কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পুলিশ জানায়, কাঠের ওই গোডাউনটির ভেতরে ১২ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। গোডাউনে আগুন লাগার পর সেখান থেকে জীবন বাঁচিয়ে বের হয়ে আসতে সক্ষম হয় এক দগ্ধ শ্রমিক। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোডাউনটি থেকে বের হওয়ার জন্য কেবল একটি দরজাই ছিল, যেটি অগ্নিকাণ্ডের সময় বাইরে থেকে তালাবদ্ধ ছিল। স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকতা জানান, গোডাউনটিতে থাকা ফাইবার ক্যাবল থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।