ভারতের দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’
- আপডেট সময় : ০৩:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ভারতের দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। শনিবার ভোরে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের কয়েক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।
পশ্চিমবঙ্গের কলকাতার আলীপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার জানায়, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টি চলতে পারে কয়েক দিন। আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপ বৃহস্পতিবার দিবাগত রাতে গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে শনিবার ভোরেই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ওডিশা ও অন্ধ্র প্রদেশ উপকূলে।ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। শুক্রবার থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেসব মৎস্যজীবী এরই মধ্যে মাছ ধরতে সাগরে গেছেন, তাঁদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে। দীঘা, মন্দারমণি, তাজপুরসহ সুন্দরবন অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।এদিকে ভারতের রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে ৫৩টি দূরপাল্লার ট্রেনের যাত্রা বাতিল করেছে।