ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। ভারতের পার্লামেন্টের সেন্ট্রাল হলে সকালে তাকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা।
শপথ গ্রহণের পর রাষ্ট্রপতিকে গান স্যালুট দেয়া হয়। পরে, সেন্ট্রাল হলে ভাষণ দেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকারসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য। দ্রৌপদী মুর্মু হচ্ছেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। আর নারী রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়। তার শপথকে কেন্দ্র করে পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়।