ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাড়িয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাড়িয়েছে। ঝড়পরবর্তী পরিস্থিতি সরেজমিন দেখতে কলকাতা এসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সকালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ দলীয় নেতা-কর্মীরাও। পরে রাজ্যপাল জগদীপ ধনখড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রাজ্যের বিধ্বস্ত জেলাগুলির পরিস্থিতি আকাশপথে পর্যবেক্ষণ করেন তিনি। এরপর বসিরহাটে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করেন মোদী। বৈঠকের পর ওড়িশায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, ১৭৩৭ সালের পর কলকাতায় এমন দুর্যোগ আর হয়নি। কলকাতা, দুই ২৪ পরগনা-সহ রাজ্যের অন্তত ১৩টি জেলা আম্পানে ক্ষতিগ্রস্ত হয়েছে।