ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধে সাতক্ষীরার খুচরা বাজারে বাড়ছে পেঁয়াজের দাম
- আপডেট সময় : ০২:৫০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ১৭১২ বার পড়া হয়েছে
ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় সাতক্ষীরার খুচরা বাজারে লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। ক্রেতাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বেশি লাভের আশায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
৩১ মার্চ পর্যন্ত ভারত রফতানী বন্ধ ঘোষণা করায় সাতক্ষীরার বাজারে তিনদিনের ব্যবধানে অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। আর এই সুযোগে সাতক্ষীরার কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় সিন্ডিকের করে রাতারাতি পেঁয়াজ সরিয়ে নিয়ে গুদামজাত করেছে। সিন্ডিকের করে পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯৫ টাকায় আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। তবে ক্রেতারা বলছেন, নিয়মিতি বাজার মনিটরিং না করায় দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম।
বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে জানান, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কিছু অসাধু ব্যবসায়ী হাঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িত বলে জানান এই চেম্বার নেতা।
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে চাহিদা ও উৎপাদনের ফারাক কমিয়ে সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনার দাবি সাধারণ ক্রেতাদের।