ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় বুধবার সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এর ফলে দু‘দেশের বন্দরের বাইরে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। তবে বেনাপোল কাস্টমস হাউজ জানায়, বন্দর দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, সরকারী ছুটি থাকায় এ পথে আজ কোন আমদানি-রফতানি হবে না। কাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে। বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক উপ পরিচালক মামুন কবীর তরফদার জানান, আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য লোড ও ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড চলছে।