ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের দাবি মেনে নিয়েছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের দাবি মেনে নিয়েছেন। তাঁদের জীবিকাকে হুমকির মুখে ফেলা বিতর্কিত কৃষি আইন বাতিল করেছেন তিনি।
মোদির এ সিদ্ধান্ত বদলের কারণে উত্তর প্রদেশের রাজনৈতিক পরিস্থিতি বিজেপির নিয়ন্ত্রণে আসেনি। মোদির সিদ্ধান্ত নিয়ে কৃষকদের প্রতিক্রিয়া খুব বেশি ইতিবাচক নয়। উত্তর প্রদেশে ধর্মীয় বিভাজনের যে ফায়দা বিজেপি এর আগে ঘরে তুলেছিল, তা এবার তোলা কঠিন হবে বলেই প্রতীয়মান হচ্ছে।
এদিকে কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর কৃষক আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণে সংযুক্ত কৃষান মোর্চা রোববার বৈঠকে বসছে। দিল্লির সিংঘু সীমান্তে সেই বৈঠক হওয়ার কথা। রোববারের বৈঠকে এসব প্রস্তাব বিবেচনার পর মোর্চার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারিত ও ঘোষিত হবে।