ভারতের মহারাষ্ট্রে কালো ছত্রাকের সংক্রমণে কমপক্ষে ৯০ জনের মৃত্যু
- আপডেট সময় : ০২:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ভারতের মহারাষ্ট্রে কালো ছত্রাকের সংক্রমণে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া কমপক্ষে ৯০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে মহারাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে অন্তত সাড়ে ৮শ’ রোগী শ্লেষ্মাজনিত এই অসুখের কারণে ভর্তি আছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছে, আগামী কয়েক মাসের মধ্যে এই সংখ্যা ৫ হাজার ছাড়াতে পারে। এর আগে রোগটি কেবলমাত্র ডায়াবেটিস বা এইডস আক্রান্ত রোগীদের দেহে পাওয়া গিয়েছিল।
করোনাভাইরাস পরবর্তী জটিলতা শ্লৈষ্মিক রোগ “ব্ল্যাক ফাঙ্গাস” বা কালো ছত্রাককে এপিডেমিক ডিজিজ অ্যাক্ট ১৮৯৭ এর অধীনে মহামারি হিসেবে ঘোষণা করার জন্য ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে চিঠি দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। মার্কিন হাসপাতাল এবং ভারতীয় চিকিৎসকদের মতে, প্রাথমিক চিকিৎসা ছাড়াই, কালো ছত্রাকে আক্রান্তদের মৃত্যুর হার ৫০%। বর্তমানে রোগটি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য এবং জীবন বাঁচাতে রোগীদের চোখ বা চোয়াল সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন তারা। তারা আরও বলেন, কোভিডে আক্রান্ত রোগীর অক্সিজেনেশন অনুনাসিক গহ্বর শুকিয়ে যেতে পারে যা ব্ল্যাক ফাঙ্গাসের ঝুঁকি বাড়িয়ে তুলছে।