ভারতের সুপ্রিম কোর্টে সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ শুনানি ২২ জানুয়ারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ভারতের সুপ্রিম কোর্টে সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করা ৬০টি আবেদনের পরবর্তী শুনানি আগামী ২২ জানুয়ারি ধার্য করেছে আদালত।
প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চে এই দিন ধার্য করেন। বিতর্কিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে আবেদন করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ, ভারতের কেন্দ্রীয় মুসলিম লীগ ও আসামে ক্ষমতাসীন বিজেপি মিত্র আসাম গণ পরিষদ। আর রাষ্ট্রপতির সাথে দেখা করে এই আইন প্রত্যাহারের আবেদন করেছে কংগ্রেসসহ বিরোধী দলগুলো।এদিকে, শুধু ভোটার কার্ড নয়, কেবল নাগরিক পঞ্জিতে নাম থকলেই ভারতের নাগরিক হওয়া যাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গেলো বৃহস্পতিবার সংশোধিত বিতর্কিত নাগরিকত্ব আইন পাসের পর থেকেই ভারতজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।