ভারি বৃষ্টিতে সুনামগঞ্জ ও সিলেটে আবারও বাড়ছে নদ-নদীর পানি
- আপডেট সময় : ০১:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ভেঙে যাওয়া বাঁধ দিয়ে পানি ঢুকে নতুন করে বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পরপর তিন দফা বন্যায় ঘরবাড়ি হারিয়ে অসহায় বানভাসিরা। মুষলধারার বৃষ্টিতে আবারো বাড়ছে নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম।
আরেক দফা বন্যার শঙ্কায় আতঙ্কিত নদীপাড়ের মানুষ। গত দুদিন ধরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমছে না দুর্ভোগ।
বিধ্বস্ত ঘরবাড়িতে এখনো ফিরতে না পেরে আশ্রয়কেন্দ্রে আছেন অনেকেই। কুশিয়ারা নদীর পানি অমলসীদ, ফেঞ্চুগঞ্জ, শেওলা ও সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বইছে বিপৎসীমার ওপরে। ফেঞ্চুগঞ্জ বাজার এখন পানির নিচে। রাস্তাঘাট, হাটবাজার, বাড়িঘরসহ নিচু এলাকায় চরম দুর্দশায় দিন কাটছে স্থানীয়দের। সেনাবাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা বন্যার্তদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছে।
এদিকে, কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও চরাঞ্চলের ঘর-বাড়িতে রেখে গেছে ক্ষতচিহ্ন।
ক্ষতিগ্রস্থ ঘর-বাড়িতে মানবেতর জীবন-যাপন করছে বন্যা দুর্গতরা। হাতে কাজ না থাকায় খাদ্য সংকটে পড়েছেন তারা।
ঘর-বাড়ি মেরামতের অর্থও যোগাতে পারছেন না বানভাসিরা। এ অবস্থায় খোলা ঘরের চালের নীচে কোন রকমে পরিবার নিয়ে বসবাস করছেন অনেকে। এসব পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বিননেটওয়ার্ক ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে আরও বড় পরিসরে ত্রাণ সহায়তা দিতে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছে সংগঠনগুলো।