ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের ঢল
- আপডেট সময় : ০২:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৫৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে লাখো মানুষের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ফুল হাতে শহীদ মিনারে আসেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
ফুলেল শ্রদ্ধায় ছেয়ে যায় স্মৃতির মিনার। সবার প্রত্যাশা দুনীতিমুক্ত দেশ গড়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার মর্যাদা সুপ্রতিষ্ঠিত হবে।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হাতে ফুল ও মুখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’ সেই কালজয়ী গান গেয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অভিমুখে বিভিন্ন বয়সের লাখো মানুষের ঢল নামে।
প্রভাত ফেরিতে সারিবদ্ধভাবে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তাদের দেওয়া ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি।
সবার পরনে শোকের কালো রংঙের জামা, গালে রং-তুলির আচড়, হাতে শ্রদ্ধার ফুল।শোকের আবহে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান সবাই।
রক্ত দিয়ে কেনা দেশকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার পরিপুর্ণতার প্রত্যয় ছিল সবার কন্ঠে।
ভাষার বিকৃতি বন্ধ এবং সর্বস্তরে ভাষার মর্যাদা রক্ষারও দাবি জানান তারা। সকল ক্ষেত্রে বাংলাকে গুরুত্ব দেয়ার পাশাপাশি আঞ্চলিক ভাষা সংরক্ষনের কথাও বলেন কেউ কেউ। পিতা মায়ের সাথে আসা শিশু-কিশোররাও জানান একুশ নিয়ে তাদের অনুভুতির কথা।
২১ মানে মাথা নত না করা , ২১ মানে প্রতিবাদ প্রতিরোধ করে সামনে এগিয়ে চলা। একুশের এই শক্তির বলে বলীয়ান হয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।