ভিসানীতিতে সবচেয়ে বেশি ভয়ের ছাপ পড়েছে শেখ হাসিনার মধ্যে : ফখরুল
- আপডেট সময় : ০৭:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিসানীতিতে সবচেয়ে বেশি ভয়ের ছাপ পড়েছে শেখ হাসিনার মধ্যে। তিনি বলেন, শুধু ভিসানীতির ওপর নির্ভর করে থাকলে হবে না, সরকার হঠাতে সবাইকে রাজপথে নামতে হবে। রাজধানীতে শিক্ষক সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। স্বেচ্ছায় পদত্যাগ না করলে, সরকারকে সরাতে যা করার দরকার, তাই করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আর সরকার পতন আন্দোলনে রাজপথে বিএনপির সাথে থাকার ঘোষণা দেন শিক্ষক নেতারা।
বিশ্ব শিক্ষক দিবসে উপলক্ষে চাকরী জাতীয়করণ, শিক্ষক কর্মচারী নির্যাতন, হয়রানি ও চাকুরীচ্যুতির প্রতিবাদে রাজধানীর ইন্জিনিয়ার্স ইনিস্টিউট মিলনায়তনে শিক্ষক সমাবেশ করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
শিক্ষা ব্যবস্থা বিভিন্ন অসংগতি তুলে ধরে বক্তারা চাকরি জাতীয়করনের দাবি জানিয়ে সরকার পতন আন্দোলনে রাজপথে থাকার ঘোষণা দেন শিক্ষক নেতারা।
প্রধান অতিথির বক্ত্যবে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে সরকার।
ভিসা নীতিতে সরকারের সবাই আতঙ্কিত হয়ে পরেছে বলেও জানানা তিনি।
ভিসানীতির উপর নির্ভর করে থাকলে হবে না নিজেদের অধিকার তাই সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।