ভিয়েলাটেক্স লিমিটেডের তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় ভিয়েলাটেক্স লিমিটেডের তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
কারখানার ব্যবস্থাপক সারোয়ার হোসেন জানান, দুপুর একটার দিকে কারখানার তুলার গুদামে ধোঁয়া দেখতে পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি তারা। ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আলীমুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। এরা হলো, বিবিএস ক্যাবলের শ্রমিক ফারুক এবং কারখানার দু’জন নিরাপত্তা প্রহরী।