বগুড়ায় অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ১৮১৫ বার পড়া হয়েছে
বগুড়া শহরের সূত্রাপুর পিটিআই মোড় এলাকার আলিফ জেনারেল হাসপাতালে অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় আয়েশা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
স্বজনরা অভিযোগ করেছেন, রোগীর প্রতি অবহেলা ও ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার এম এ ওয়াহেদ এই অপারেশন করেছেন। রোগীর সজনরা অভিযোগ করেন, গত রবিবার দুপুরে আয়েশা বেগমকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে তার টনসিলের অপারেশন করা হয়। অপারেশনের পর শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থার আরো অবনতি হলে সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী সেখানে বিক্ষোভ করে। পরে পুলিশ ক্লিনিকটি পরিদর্শন করে।