ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের সদস্য আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের নামে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের নারী সদস্যসহ তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ। রাজধানীর মিরপুরে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ এসব তথ্য জানান। আটক আজিজুল হাসান, বিউটি আক্তার ও কবির উদ্দিন আমেরিকার বেসরকারি গোয়েন্দা সংস্থা ফেয়ারফক্স বাংলাদেশ প্রকল্প ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নামে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৫ জুন। প্রতিটি পদের জন্য দেড়’শ থেকে পাঁচ’শ টাকা পে-অর্ডারের মাধ্যমে উনিশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।