ভুয়া বিল পাশ করানোর অভিযোগে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের হিসাব রক্ষক সাময়িক বরখাস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ৫ কোটি ৩৭ লাখ টাকার ভুয়া বিল পাশ করানোর অভিযোগে অভিযুক্ত আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের হিসাব রক্ষক কর্মকর্তা ফোরকান আলীকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
বিকেলে এই সংক্রান্ত অফিস আদেশ জারির পাশাপাশি হিসাব রক্ষণ কর্মকর্তা নাসির উদ্দিন খালেদকে হিসাব রক্ষকের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এর আগে গতকাল ৯ টার দিকে চট্টগ্রাম হিসাব ভবনের ট্রেজারি অফিস থেকে ফোরকান আলীকে আটক করে পুলিশ। ২০১৫ সালে জেনারেল হাসপাতালের ৮ টি আইসিইউ বেড কেনার ঘটনায় দুর্নীতির অভিযোগে মামলায় আটকে থাকা ৫ কোটি ৩৭ লাখ টাকার বিল জালিয়াতির মাধ্যমে পাশ করিয়ে নেয়ার চেষ্টা করে ফোরকান আলী। এসময় ট্রেজারি অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে বিলটি চ্যালেঞ্জ করে। যাচাই বাছাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়লে ট্রেজারি অফিস থেকে ফোরকানকে পুলিশে সোপর্দ করে।