ভুয়া রিপোর্ট দেওয়ার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছেন সাবরিনা–আরিফ দম্পতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
পরীক্ষা না করেই করোনা শনাক্তের ফল দেওয়ার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছেন সাবরিনা–আরিফ দম্পতি। গোয়েন্দা সদস্যরা তাঁদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তাঁরা অর্থের লোভে এ কাজ করার কথা স্বীকার করেন।
জিজ্ঞাসাবাদে সাবরিনা চৌধুরী জানান, চিকিৎসক হিসেবে নিজের পরিচয় ও যোগাযোগ কাজ লাগিয়ে করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহের কাজটি জেকেজি হেলথ কেয়ারকে নিয়ে দেন তিনি। জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহ্বুবুর রহমান বলেন, সাবরিনা ও আরিফ স্বীকার করেছেন যে তাঁরা টাকার লোভে এ কাজ করেছেন।