ভূ-গর্ভস্থ্য পানির ব্যবহার কমিয়ে উপরিভাগের পানির ব্যবহার বাড়ানোর পরামর্শ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সুপেয় পানি নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ভূ-গর্ভস্থ্য পানির ব্যবহার কমিয়ে উপরিভাগের পানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পানি ভবনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এ পরামর্শ দেন তিনি। পানি সম্পদ রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বঙ্গবন্ধু ‘ম্যুরাল’, বিমানবন্দরের ভেতরে ‘বঙ্গবন্ধু কর্নার’ ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নবনির্মিত প্রধান কার্যালয় পর্যটন ভবনেরও উদ্বোধন করেন তিনি।