ভূ-গর্ভের পানির ব্যবহার না কমালে আগামী দু’ থেকে তিন দশকের মধ্যেই পরিত্যক্ত হয়ে পড়বে ঢাকা
- আপডেট সময় : ০৩:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ভূ-গর্ভের পানির ব্যবহার না কমালে আগামী দু’ থেকে তিন দশকের মধ্যেই পরিত্যক্ত হয়ে পড়বে ঢাকা মহানগর। দ্রুত পানির স্তর নীচে নেমে যাওয়ায় এই আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন, ওয়াসা ভূ-গর্ভের পানি-নির্ভরতা না কাটালে রাজধানী ঢাকার আগামী প্রজন্ম চরম পানি সংকটে পড়বে।এমনকি এই শহর দেবে যাওয়ারও সম্ভবনা রয়েছে। এদিকে, নগরবাসীকে ভূ-উপরিস্থ পানি নির্ভর করতে ঢাকা ওয়াসা নানা পদক্ষেপ নিলেও নেই তেমন অগ্রগতি।
ঢাকাবাসীর দৈনিক পানির চাহিদা আড়াইশ’ কোটি লিটারের বিপরীতে ওয়াসার যোগানের দাবি ২শ ৫৫ কোটি লিটার। তারপরেও নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে পারছে না ঢাকা ওয়াসা। বরং রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকটের পাশাপাশি ময়লা ও নোংরা পানি সরবরাহের অভিযোগ রয়েছে বরাবরের মতোই।
১০টি মোডস জোনের অধীনে মেগাসিটি ঢাকার বিভিন্ন এলাকায় রয়েছে ৯শ’রও বেশী গভীর নলকূপ। যার মাধ্যমে ভূ-গর্ভ থেকে উত্তোলন করা হয় ৭৫ শতাংশ পানি। আর বাকি ২৫ শতাংশ পানির যোগান আশেপাশের নদীগুলো থেকে। যা ৫টি শোধনাগারের মাধ্যমে কিছুটা ব্যবহারের উপযোগী করে তোলে ঢাকা ওয়াসা।
ভূগর্ভস্থ পানির ব্যবহার ৭৫ শতাংশ থেকে পর্যায়ক্রমে কমিয়ে ২০২১ সালের মধ্যে ৩০ শতাংশে নামিয়ে আনার প্রতিশ্রুতি থাকলেও আজ পর্যন্ত তার কোনো কুল কিনারাই করতে পারেনি প্রতিষ্ঠানটি।
ভূ-গর্ভের পানির স্তর প্রতিবছর যেভাবে ৩/৪ ফুট করে নীচে নেমে যাচ্ছে, তাতে এই অবস্থা চলতে থাকলে ঢাকার আগামী প্রজন্ম মারাত্মক হুমকিতে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঢাকার চারপাশের চার নদীকে সংরক্ষণ না করায় এমন সংকট তৈরি হচ্ছে বলে জানান বুয়েটের বিশেষজ্ঞরা।
এমন বাস্তবতায়, আগামীর করণীয় দ্রুত বাস্তবায়ন করতে না পারলে ঢাকা শহর একসময় জনশূণ্যে পরিণত হওয়ার আশঙ্কাও তার।
ঢাকা ওয়াসা ভূ-উপরিস্থ পানির পরিবর্তে এখনো গভীর নলকূপ নির্ভর হওয়ায় হাজার হাজার কোটি টাকা অপচয় ও লুটপাটেরও অভিযোগ রয়েছে।