ভূমধ্যসাগরে ভাসছে ৪০০ অভিবাসন প্রত্যাশীর জাহাজ
- আপডেট সময় : ০৫:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
প্রায় ৪০০ জন অভিবাসন প্রত্যাশী নিয়ে একটি জাহাজ গ্রিস ও মাল্টার মধ্যবর্তী ভূমধ্যসাগরে ভাসছে বলে জানিয়েছে সাহায্য সংস্থা অ্যালার্ম ফোন৷ সম্প্রতি উত্তর আফ্রিকা থেকে অভিবাসন প্রত্যাশীদের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেয়া বেড়েছে৷
ইউরোপে আসার জন্য ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় বিপদে পড়া মানুষদের সহায়তা করে অ্যালার্ম ফোন৷
সংস্থাটি রোববার টুইটারে জানায়, লিবিয়ার তবরুক থেকে রওয়ানা হওয়া একটি জাহাজ থেকে রাতে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল৷ বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানিয়েছে অ্যালার্ম ফোন৷ জাহাজটি এখন মাল্টার ‘সার্চ অ্যান্ড রেসকিউ এরিয়া’ এসএআর-এ আছে বলে জানিয়েছে তারা৷
🆘~400 people at risk in Central Med
During the night we received a call from a boat with ~400 people in distress who departed from #Tobruk, #Libya.
We informed authorities, but no rescue operation has been confirmed so far.
Don’t delay help and put lives at risk – rescue now! pic.twitter.com/OubnsVG7Qi— @alarmphone (@alarm_phone) April 9, 2023
এদিকে জার্মান এনজিও সি-ওয়াচ ইন্টারন্যাশনাল ঐ নৌকাটি খুঁজে পাওয়ার কথা টুইট করে জানিয়েছে৷ আশেপাশে দুটি জাহাজ রয়েছে বলেও জানায় তারা৷ তবে নৌকাটি উদ্ধার না করতে ঐ দুই জাহাজকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে সি-ওয়াচ ইন্টারন্যাশনাল৷ তবে মাল্টা একটি জাহাজকে শুধু জ্বালানি দিয়ে নৌকাটিকে সহায়তা করতে বলেছে৷
We found a boat with ⁓400 people in distress.
Nearby: 2 merchant ships that are ordered not to rescue, instead one was asked by Malta to only supply the boat with fuel.
400 people are in imminent danger of death.
The EU must act immediately! pic.twitter.com/FGi9DMe2jG— Sea-Watch International (@seawatch_intl) April 9, 2023
অ্যালার্ম ফোন বলছে, নৌকায় থাকা মানুষেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন৷ তাদের মধ্যে কয়েকজনের চিকিৎসাসেবার প্রয়োজন৷ নৌকাটিতে জ্বালানির অভাব দেখা দিয়েছে এবং নীচতলায় পানি উঠে গেছে বলেও জানিয়েছে অ্যালার্ম ফোন৷ নৌকার মাঝি চলে যাওয়ায় সেটি এখন নিয়ন্ত্রণের কেউ নেই বলে জানিয়েছে সংস্থাটি৷
রেস্কশিপ নামে জার্মানির আরেকটি এনজিও রোববার এএফপিকে জানিয়েছে, ইটালি ও টিউনিশিয়ার মধ্যবর্তী ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে অন্তত দুইজন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন৷ নিখোঁজ আছেন আরও ২০ জন৷
রেস্কশিপের উদ্ধারকারী জাহাজ ‘নাদির’ ২২ জনকে উদ্ধার করে ইটালির লাম্পেডুসা দ্বীপে নিয়ে গেছে৷
উদ্ধার হওয়া ব্যক্তিরা ক্যামেরুন, আইভরিকোস্ট ও মালির পুরুষ, নারী ও শিশু বলে জানিয়েছেন নাদির জাহাজের ক্যাপ্টেন ইঙ্গো ভেয়ার্থ৷
ডয়চে ভেলে